দুঃখে, কষ্টে থাকা, বঞ্চিত, অসহায়দের নিয়ে বিগত কয়েক বছর ধরে কাজ করে আসছে Al-Ihsan Charity Foundation. এর প্রতিষ্ঠাতা আব্দুল ফাত্তাহ এর সহযোগিতায় এগিয়ে যাচ্ছে এই কার্যক্রম। কেউ দূর থেকে সাহায্যের হাত বাড়ান, আবার কেউ সরাসরি এসে দেখে যান পরিবার থেকে বিতাড়িত এই অসহায়দের। এই প্রতিষ্ঠান এর মূল উদ্দেশ্য হল বয়স্ক, অসুস্থ, মানসিক ভারসাম্যহীন, ঘরছাড়া, অনাথ মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনের মৌলিক চাহিদা সহ তাদের পরিপূর্ণ জীবন যাপন নিশ্চিত করেছেন।
যে বাবা-মা জন্ম দিয়েছেন, বড় করেছেন, বাবা মা থাকতেও যে সন্তান এই মূল্যবান সম্পদ অবহেলা করে রাস্তায় ফেলে দেয় তাদের চেয়ে হতভাগা আর কেউ নেই। তাদের অতীত জীবনের কষ্টে, দুঃখে শুভাকাঙ্ক্ষীরা হয়ে যান অশ্রুশিক্ত। শুভাকাঙ্ক্ষী দের সহায়তায় অসুস্থ অসহায় বৃদ্ধ নাগরিকদের চাহিদা পূরণের জন্য এরই পরিপ্রেক্ষিতে, বর্তমান দ্রব্যমূল্যের কথা চিন্তা করে বৃদ্ধ বাবা-মায়েদের পুষ্টিকর সুষম খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠাতা জনাব আব্দুল ফাত্তাহ “আপন ঘর ফাউন্ডেশন”-কে প্রতি মাসে কিছু মাসিক বাজার প্রদান করে আসছেন। বর্তমান বাজারে উচ্চ দ্রব্য মূল্য যেখানে সাধারণ স্বল্প আয়ের মানুষের সাধ্যের বাহিরে, এই পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই স্বল্প প্রচেষ্টা তিনি করেন কারন, তিনি চেষ্টা করেন তাদের যাত্রায় একজন বন্ধু, একজন আস্থাভাজন সহযাত্রী হওয়ার।
এর ই একটি অংশ স্বরূপ জনাব আব্দুল ফাত্তাহ চলমান রমজান মাস এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে “আপন ঘর ফাউন্ডেশন” কে পর্যাপ্ত পরিমান পুষ্টিকর সুষম খাদ্য সামগ্রী প্রদান করেন যেনো তাদের ঈদ আনন্দ যেন অভাব বা কষ্টে চাপা না পড়ে।
জনাব আব্দুল ফাত্তাহ তার এই মহান উদ্যোগ এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের বর্তমান সমাজে একটি উচ্চ মন মানসিকতা এবং মহত্ত্ব এর অন্যতম উদাহরণ স্থাপন করেছেন। আসুন আমরাও জনাব আবদুল ফাত্তাহ-এর মত সমাজের সকল বৃদ্ধ,অসুস্থ বাবা-মা এর পাশে দাড়িয়ে তাদের জীবন এর মান উন্নয়ন করি এবং “আপন ঘর ফাউন্ডেশন”- এর মত অন্যান্য সকল চ্যারিটি ফাউন্ডেশনগুলোকে সাহায্য করি।
