01841-520259 info@al-ihsan.charity

আল ইহসান একটি মানবিক প্রতিষ্ঠান, যা প্রতিবন্ধী, অসহায়, দুস্থ বয়স্ক ও শিশুদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। অসহায় এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সঠিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য এবং সহায়তার মাধ্যমে তাদের ভবিষ্যত আলোকিত করার লক্ষ্যে নিরন্তর কাজ করছে প্রতিষ্ঠানটি।

সুবিধা বঞ্চিত এমন অনেক শিশুই আছে যাঁদের কে দেখার কেউ ই থাকে না আমাদের সমাজে। “অলোকিত পথ” একটি সেবামূলক প্রতিষ্ঠান, যারা বিগত ৬ বছর ধরে শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের জন্য সেবা প্রদান করে আসছে। সমাজে তাদের অবস্থান সৃষ্টি করে সংকট কাটিয়ে উঠার লক্ষে এই ফাউন্ডেশন তাদের স্বাভাবিক জীবনযাপন ও সমাজে অবস্থান তৈরি করতে সাহায্য করছে। বর্তমানে তাঁদের কাজেকে প্রসারিত করার লক্ষ্যে আল ইহসান ও সাহায্যের হাত প্রসারিত করে দিয়েছে।

আল ইহসান এর প্রতিষ্ঠাতা জনাব আব্দুল ফাত্তাহ বলেন, “আমাদের উদ্যোগের ফলে যদি সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুরা সমাজে ভালোভাবে বেচে থাকার অবলম্বন পায় তাহলে আমরাও আমাদের সর্বৌচ্চ চেষ্টা করে যাবো তাঁদের পাশে থাকার জন্য। জনাব আব্দুল ফাত্তাহ আলোকিত পথের অটিজমে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে মাসিক খাদ্য দ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সামগ্রী দিয়ে সহায়তা প্রদান করছে।” তিনি আরও বলেন, সমাজের বিত্তবান মানুষদেরকে এমন সুবিধাবঞ্চিত শিশুদের কে সহযোগিতা করার জন্য উদার আহবান জানিয়েছেন। যাতে পরবর্তীতে এই শিশুগুলোর জন্য একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যত গড়ে তোলা যায়, আর তারা সমাজের মূল স্রোতে যুক্ত হয়ে নিজেদের স্বপ্ন পূর্ণ করতে পারে।

এমন মানবিক উদ্যোগে সহায়তার মাধ্যমে, আমরা সবাই মিলে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি নতুন পৃথিবী গড়ে তুলতে পারি, যেখানে তারা সবার সঙ্গে সমানভাবে এগিয়ে চলতে পারবে।